তৃণমূল থেকে দল বদলে বিজেপিতে গিয়েও মুখ্যমন্ত্রী হচ্ছেন না নন্দীগ্রামের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। এতদিনে খোলসা করলেন বিজেপির যুব মোর্চার রাজ্যসভাপতি সৌমিত্র খাঁ। সোমবার দাঁতনের সভা থেকে তিনি বলেন, “শুভেন্দুদার নেতৃত্বে তৃণমূল ভাঙবে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। কলকাতার অনেক তৃণমূল নেতা বলছেন, দিলীপ ঘোষ কী জানেন? আমি বলছি, দিলীপ ঘোষ একজন অরিজিনাল নেতা। দিলীপ ঘোষ সংসার জীবন করেননি। আমার দৃঢ় বিশ্বাস দিলীপ ঘোষ একদিন মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ-ই একদিন রাজ্য চালাবেন। আর শুভেন্দুদার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে।” ইতিমধ্যেই সৌমিত্র খাঁ’র মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়েছে বিজেপির অন্দরেই। আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের জয়ের হ্যাটট্রিক রুখতে প্রধান বিরোধী দল হিসেবে একেবারে সামনের সারিয়ে রয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে দেয়নি। এবার ২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়তে যাওয়ার ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। তবে জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও নির্দিষ্ট হয়নি।